parbattanews

নাইক্ষ্যংছড়িতে অটিজম বিষয়ক কর্মশালা

Jobu Unnoan-Nc copy

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:

সমাজের মূল ধারায় অটিস্টিক যুবকদের সম্পৃক্ত করতে নাইক্ষ্যংছড়ি যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যেগে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নাইক্ষ্যংছড়ি অফিসার্স ক্লাব মিলনায়তনে স্কুল কলেজ পড়–য়া শিক্ষার্থী ও যুব উন্নয়নের উপকারভোগীদের নিয়ে এ কর্মশালা সম্পন্ন হয়।

উপজেলা নির্বাহী অফিসার আবু শাফায়াৎ মুহম্মদ শাহে দুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কামাল উদ্দিন।

কর্মশালায় অটিজম সচেতনতা, অটিজম কী, অটিজমে আক্রান্ত হওয়ার কারণ এবং অটিজম প্রতিরোধে করণীয় ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।

এ ছাড়া সমাজের অটিজম আক্রান্ত যুবদের উন্নয়নের মূলধারায় অংশ গ্রহণ বাড়াতে যুব উন্নয়নের গ্রহণ করা বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা হয়।

মংনু মার্মার সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ, উপজেলা সমাজসেবা অফিসার পুলু প্রুু মার্মা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সালমান করিম খাঁন। কর্মশালার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা যুব উন্নয়নের মাঠ সহকারী শাহাব উদ্দিন ও মিজানুর রহমান।

Exit mobile version