parbattanews

নাইক্ষ্যংছড়িতে ইয়াবাসহ পাচারকারী আটক

আটক

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি :
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পাচঁ দিনের ব্যবধানে আবারো ইয়াবা ট্যাবলেট সহ এক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। সোমবার ২৭ মার্চ দুপুর ১টায় উপজেলার সীমান্তবর্তী চাকঢালা বাজার এলাকা থেকে মহিব উল্লাহ (২৮) নামে ওই পাচারকারীকে আটক করা হয়। সে চাকঢালা বাজার পাড়া গ্রামের মোহাম্মদ হানিফের ছেলে।

রামু ৫০ বিজিবি সূত্রে জানা গেছে, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তের চাকঢালা বাজার এলাকায় মহিব উল্লাহ নামে এক ব্যাক্তিকে গতিরোধ করে চ্যালেঞ্জ করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করে বিজিবির অপারেশন দল। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা। এ সংবাদ লিখা পর্যন্ত (সন্ধ্যা ৬টায়) আটকৃত ব্যাক্তির বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় সংশ্লিষ্ট মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছিল। অভিযানে নেতৃত্ব দেন নায়েব সুবেদার আসাদুজ্জামান।

উল্লেখ্য ২১ মার্চ চাকঢালা থেকে এনে পাচারের সময় নাইক্ষ্যংছড়ি পুরাতন বাস স্টেশন এলাকা থেকে অলি আহমদ (২৮) নামে এক ইয়াবা পাচারকারীকে আটক করেছিল ৩১ বিজিবি।

Exit mobile version