parbattanews

নাইক্ষ্যংছড়িতে কাঁচাবাজারের ৩ ব্যবসায়ীকে জরিমানা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের বাজারে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি এবং মূল্যতালিকা না রাখায় বাজার পরিদর্শন করে তিন ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে নাইক্ষ্যংছড়ি সদরের কাঁচাবাজারে এ জরিমানা করা হয়।

বাজার ব্যবসায়ী সাধারণ সম্পাদক জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায়।

এসময় পেঁয়াজের দাম বেশি রাখার অভিযোগে তিন জন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এদের মধ্যে মো. হোসেন মুদির দোকানকে ৬ হাজার টাকা ও পাইকারি ব্যবসায়ী সোলোমানকে ৩ হাজার এবং খুচরা এক বিক্রেতাসহ মোট তিন ব্যবসায়ীকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় জানান, নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রমের আওতায় নাইক্ষ্যংছড়ি সদরের বাজারে কাঁচামাল বাজারে আদালত পরিচালনার মাধ্যমে তিনজন অসাধু ব্যবসায়ীকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Exit mobile version