parbattanews

নাইক্ষ্যংছড়িতে কৃষক উদ্বুদ্ধকরণ সভায় বান্দরবান জেলা প্রশাসক

Dc news nc-1 copy

মো:আবুল বাশার নয়ন:
নাইক্ষ্যংছড়িতে রাসায়নিক সার ও বীজ মুক্ত ফসল উৎপাদন এবং জৈব সার ব্যবহার বিষয়ক উদ্ধুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক মো: মিজানুল হক চৌধুরী।

উপজেলা নির্বাহী অফিসার আবু শাফায়াৎ মুহম্মদ শাহে দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফাইল আহামদ, পার্বত্য জেলা পরিষদ সদস্য ক্যউচিং চাক, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: কামাল উদ্দিন, নারী ভাইস চেয়ারম্যান হামিদা চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু তাহের কোম্পানী, সাধারণ সম্পাদক তসলিম ইকবাল চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুর রহমান।

এদিকে উপজেলা প্রশাসনের কৃষক উদ্বুদ্ধকরণ সভা শেষে জেলা প্রশাসক স্থানীয় ৩১ বিজিবির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগদেন। পরে জেলা প্রশাসক পার্শ্ববর্তী কচ্ছপিয়া ইউনিয়নের দোছড়ি নারিকেল বাগান সড়কের ভাঙন এলাকা পরিদর্শন করেন।

Exit mobile version