parbattanews

নাইক্ষ্যংছড়িতে গাছের ধাক্কা রোহিঙ্গা কাঠুরিয়ার মৃত্যু

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের নাউপুরা এলাকায় গাছ কাটতে গিয়ে এক রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত রোহিঙ্গা কাঠুরিয়ার নাম আব্দুল মজিদ (৪২)। সে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মৃত বশির আহমেদ ছেলে। গতকাল বুধবার বিকালে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আবদুল মজিদসহ একদল রোহিঙ্গা বেশ কিছুদিন ধরে নানা কাজে শ্রমিক হিসেবে কাজ করছিল। এটি তারই অংশ।

স্থানীয় দু’ছড়ি ইউনিয়ন পরিষদ মেম্বার দেলোয়ার হোসেন জানান, নিহত রোহিঙ্গা শ্রমিক উপজেলার দুর্গম দোছড়ি ইউপির কোলাছিস্থ নাউপুরা নামক এলাকায় গাছ কাটছিল। গাছ কাটার শেষ মুহূর্তে গাছের গোড়ালী ছিঁটকে পড়ে তার গায়ে ধাক্কা লাগে ঘটনা স্থলে সে মারা যায়। খবর পেয়ে থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে,একটি অপমৃত্যু মামলা হয়।

বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান পাঠানো হয়। নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ টান্টু সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

Exit mobile version