parbattanews

নাইক্ষ্যংছড়িতে চোরাই কাঠসহ চান্দের গাড়ি আটক

Kat pic BGB

নিজস্ব প্রতিনিধি:
নাইক্ষ্যংছড়ি ৩১ বিজিবির অভিযানে চোরাই কাঠসহ একটি চান্দের গাড়ি আটক করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে নাইক্ষ্যংছড়ি সদরের পুরাতন বাসস্টেশন এলাকা থেকে এসব কাঠ আটক করা হয়।

জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে একটি চান্দের গাড়ি ভর্তি ১০৩ ঘনফুট চিরাই কাঠ কক্সবাজারের পাচারের সময় হাবিলদার মো: সাইদুর রহমানের নেতৃত্বে ৩১ বিজিবির টহল দল অভিযান চালায়। এসময় পাচারকারীরা গাড়ি ভর্তি কাঠ ফেলে পালিয়ে যায়। আটককৃত কাঠের বাজার মূল্য আনুমানিক লক্ষাধিক টাকা।

এ বিষয়ে ৩১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল হাসান মোরশেদ অভিযানের সত্যতা স্বীকার করে বলেন, মাদকদ্রব্য চোরাচালান, অবৈধভাবে কাঠ পাচার ও পরিবহন রোধ এবং অন্যান্য যে কোন ধরণের অবৈধ পণ্য পাচার রোধ করার ব্যপারে বিজিবির কার্যক্রম ও তৎপরতা অব্যাহত থাকবে বলে জানান।

Exit mobile version