parbattanews

নাইক্ষ্যংছড়িতে চোরাই মদসহ আটক ৪, মোটরসাইকেল জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারীতে পুলিশের অভিযানে ৪০ লিটার চোলাই মদ  ও পাচার কাজে ব‌্যবহৃত মোটর সাইকেলসহ পুলিশ ৪ জনকে আটক করেছে।

রবিবার (১০ অক্টোবর) গভীর রাতে উপজেলার বাইশারী ইউনিয়নের ক্যাঙ্গারবিল এলাকা থেকে কক্সবাজার নেওয়ার সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোটরসাইকেল ও চোলাই মদসহ তাদের আটক করেন।

আটককৃতরা হলো- রেজাউল করিম ওরফে রাজাইয়া (৩০),  মো. আমিন (২৪), মো. আবু বক্কার (২২),  মো. রমিজ উদ্দীন (২০)। তারা সবাই কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার বাসীন্দা বলে জানা গেছে ।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ(ওসি) মুহাম্মদ আলমগীর হোসেনের নির্দেশনায় বাইশারী পুলিশ তদন্তকেন্দ্রের এসআই এনায়েত উল্লাহ, এসআই আজিজুর রহমানসহ একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হন।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

নাইক্ষংছড়ি থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দেশি চোলাই মদসহ ৪ পাচারকারী আটক ও পাচার কাজে ব্যবহৃত একটি মটর সাইকেল জব্দ করা হয়েছে।

Exit mobile version