parbattanews

নাইক্ষ্যংছড়িতে জব্দকৃত বার্মিজ গরু-মহিষসহ সুপারি নিলামে বিক্রি

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের কয়েকটি বিওপি কর্তৃক সীমান্ত পয়েন্ট হতে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে মিয়ানমার থেকে অবৈধভাবে আনা ৯০ টি গরু ও ৭টি মহিষ এবং ১৮ শত ৩৩ কেজি সুপারি নিলামে বিক্রি করা হয়েছে।

রবিবার (২৪ সেপ্টেম্বর ) বিকাল ৩টার দিকে নাইক্ষ্যংছড়ি ১১ ব্যাটালিয়নের (বিজিবি) অধীনস্থ কয়েকটি বিওপি’র বিশেষ টহল দল অভিযান চালিয়ে সীমান্ত এলাকা হতে এসব বার্মিজ গরু মহিষ ও সুপারি জব্দ করতে সক্ষম হয়।

এদিকে ৯৭টি গরু /মহিষ এবং ১৮শত ৩৩ কেজি সুপারি ব্যাটালিয়ন সদরের দায়িত্বরত বিজিবি উপস্থিত থেকে কাস্টমের মাধ্যমে প্রকাশ্যেই নিলাম দেওয়া হয়।

এতে ৩৪ জন ডাককারী নিলামে অংশগ্রহণ করেন। এদের মধ্যে নিলামে সর্বোচ্চ ডাককারী হিসেবে ইকবাল হোসেন ৬৭ লাখ ৫৫ হাজার টাকায় ৯৭ টি গরু/মহিষ ও সেলিম হোসেন ৫ লাখ ৪৯ হাজার টাকায় জব্দকৃত সুপারি প্রকাশ্যে ক্রয় করেন।

নাইক্ষ্যংছড়ি ১১বিজিবি’র অধিনায়ক জোন কমান্ডার সাবেল আহমদ নোবেল এসি জানান, সীমান্তে চোরাচালান রোধে বিজিবি কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছে। তারই ধারাবাহিকতায় মিয়ানমার থেকে অনুপ্রবেশ করার সময় গরু/মহিষ গুলো জব্দ করা হয়।

Exit mobile version