parbattanews

নাইক্ষ্যংছড়িতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

“সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যু পরপরই নিবন্ধন” এই স্লোগানকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি উপজেলায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে।

বুধবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভার মাধ্যমে এই দিবস পালন করা হয়।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সালমা ফেরদৌস এর সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা পরিষদের সদস্য ক্যানো ওয়ান চাক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংলা ওয়াই মার্মা, থানা’র ওসি (তদন্ত) শরীফ ইবনে আলম, উপজেলা শিক্ষা অফিসার ত্রিরতন চাকমা, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. ইমরান, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার ইমন, উপজেলা কৃষি অফিসার এনামুল হক,উপজেলা আওয়ামী লীগেরর নেতা ডা. সিরাজুল হকসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা সাংবাদিক, এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় উঠে আসে প্রত্যেক ইউনিয়নের শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবার জন্ম নিবন্ধন করা বাধ্যতামূলক এবং মৃত্যুর পরে মৃত্যু নিবন্ধন করতে হবে।

Exit mobile version