parbattanews

নাইক্ষ্যংছড়িতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালন

Capture

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:

‘মানসম্মত শিক্ষা, জাতির প্রতিজ্ঞা’ এই প্রতিপাদ্যকে গুরুত্ব দিয়ে সারাদেশের মতো বান্দরবানের নাইক্ষ্যংছড়িতেও উদযাপন করা হয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা মিলনায়তনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে এ দিবসটি পালিত হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ কর্তৃক আয়োজিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সরকারি-বেসরকারি কর্মকর্তাদের স্বতস্ফূর্ত অংশ গ্রহণে র‌্যালিটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য ক্যাউচিং চাক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. কামাল উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার আবু শাফায়াৎ মুহম্মদ শাহেদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার আবু আহমেদ, মাধ্যমিক শিক্ষা দপ্তরের একাডেমিক সুপারভাইজার ওবাইদুল হক, উপজেলা আওয়ামী লীগের সদস্য সচিব মো. ইমরান।

অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য্য ও বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুল বাশার।

Exit mobile version