parbattanews

নাইক্ষ্যংছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

20-07-2016 Motsso copy

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:

নাইক্ষ্যংছড়িতে বিভিন্ন অনুষ্ঠান মালার মধ্য দিয়ে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৬। এ উপলক্ষে বুধবার উপজেলা মৎস্য দপ্তর বর্ণঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার আবু শাফায়াৎ মুহম্মদ শাহে দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কামাল উদ্দিন।

সভায় বক্তারা বলেন, পার্বত্য এলাকায় মৎস্য চাষের সুযোগ থাকা স্বত্বেও উন্নয়ন প্রজেক্ট বাস্তবায়নে পিছিয়ে রয়েছে। বক্তারা সমতলের ন্যায় অগ্রধিকার ভিত্তিতে উপজেলায় মৎস্য খাতে বরাদ্দ বৃদ্ধির আহ্বান জানান।

জাতীয় মৎস্য সপ্তাহ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা চৌধুরী, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, এমপি প্রতিনিধি খায়রুল বাশার, উপজেলা আওয়ামী লীগ সদস্য সচিব মো. ইমরান মেম্বার।

এদিকে বুধবার জাতীয় মৎস্য সপ্তাহ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে সাংবাদিক সম্মেলন করেছে মৎস্য অধিদপ্তর। সাংবাদিক সম্মেলনে মৎস্য পক্ষের বিভিন্ন কর্মসূচির তথ্য তুলে ধরেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

Exit mobile version