parbattanews

নাইক্ষ্যংছড়িতে নৌকার প্রচারণায় মন্ত্রীপুত্র রবিন বাহাদুরের নেতৃত্বে বান্দরবান ছাত্রলীগ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার পক্ষে প্রচারণা চালিয়েছে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের পুত্র ও কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা রবিন বাহাদুরের নেতৃত্বে জেলা ছাত্রলীগ।

বৃহস্পতিবার (১০অক্টোবর) সকাল থেকে তারা সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডে ধুংরী হেডম্যানপাড়া, ২নং ওয়ার্ডের বিছামারা, ছালামীপাড়া, চাকঢালা, আশারতলী, জামছড়ি এলাকায় উঠান বৈঠক, প্রচারণা ও গনসংযোগ চালান।

রবিন বাহাদুরের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ সভাপতি কাউসার সোহাগ, সহ-সভাপতি আশীষ বড়ুয়া, সাধারণ সম্পাদক জনি সুশীলসহ জেলা নেতৃবৃন্দ। এছাড়াও উঠান বৈঠক ও গণসংযোগকালে পার্বত্য জেলা পরিষদ সদস্য ক্যনুঅং চাক, নাইক্ষ্যংছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান মংহ্লা চাক, নৌকার প্রার্থী তসলিম ইকবাল চৌধুরী, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মংশৈফ্রু চৌধুরী, চাইচিং অং কারবারী, সাবেক ছাত্রলীগ সভাপতি চোচু মং মার্মা, উপজেলা ছাত্রলীগ সভাপতি বদুর উল্লাহ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম, কলেজ ছাত্রলীগ সভাপতি মমিনুল ইসলাম মুমু, ইরফান মাহাবুব রায়হান, নুরুদ্দিন, ইফতেখারুল আবরারসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নির্বাচনী প্রতীক বরাদ্দের পর থেকেই উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের নেতারা নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নৌকার পক্ষে প্রচার প্রচারণা শুরু করে। বৃহস্পতিবার জেলার নেতৃবৃন্দও প্রচারণায় যোগ দিয়ে নৌকার বিজয় নিশ্চিত করার জন্য প্রচারণা চালান।

প্রচারণাকালে মন্ত্রী পুত্র রবিন বাহাদুর বলেন- উন্নয়নের প্রতীক নৌকা। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের মানুষ নৌকায় ভোট দিতে উন্মুখ হয়ে রয়েছেন।

Exit mobile version