parbattanews

নাইক্ষ্যংছড়িতে পুকুরে বিষ ঢেলে লাখ টাকার মাছ নিধন

বাইশারী প্রতিনিধি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৫নং ওয়ার্ড হলুদিয়া শিয়া গ্রামের আব্দু শুক্কুরের পুকুরে বিষ ঢেলে লাখ টাকার মাছ নিধন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ১৬ ডিসেম্বর গভীর রাতে।

পুকুরের মালিক মাছ চাষী আব্দু শুক্কুর জানান, সকালে ঘুম থেকে উঠে পুকুরে গেলে দেখতে পায় অসংখ্য ছোট বড় মাছ পানির উপর মরা অবস্থায় ভেসে উঠেছে। এই দৃশ্য দেখে তিনি হতবাক হয়ে পড়েন। এই বিশাল পুকুরে বিভিন্ন প্রজাতির কয়েক লাখ টাকার মাছ রয়েছে। তিনি আরো জানান স্থানীয় কৃষি ব্যাংক, একটি বাড়ি একটি খামার প্রকল্প ও বিভিন্ন এনজিও সংস্থা থেকে লোন নিয়ে মাছ চাষ করেছেন। পুকুরে তিনি দুইটি বিষের খালী বোতলও দেখতে পান। হয়তো পুর্ব শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটিয়েছে বলে তিনি ধারনা করেছেন। বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবগত করেছেন বলে জানান।

এ বিষয়ে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি শুনার সাথে সাথে তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন, তবে বিষয়টি নিয়ে তার কাছে এ পর্যন্ত কোন ধরণের লিখিত অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিবেন।

Exit mobile version