parbattanews

নাইক্ষ্যংছড়িতে পুলিশকে মারধর করে আসামি ছিনতাই, ৩ জন গ্রেফতার

পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানা পুলিশকে মারধর করে হাতকড়া পরিহিত ২ আসামিসহ ৭ গরু লুটের মূল হোতা জহিরসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ ও বিজিবি।

শনিবার (১৪ জানুয়ারি) রাতে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ, ১১ বিজিবি ও গর্জনিয়া পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে তাকে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ডাক্তার কাটা থেকে গ্রেফতার করা হয়।

এর আগে শুক্রবার (১৩ জানুয়ারি) গভীর রাতে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের নেতৃত্বে বান্দরবান সদর থানা পুলিশের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান সদর এলাকা থেকে অপর ২ আসামিকে গ্রেফতার করা হয়।

নাইক্ষ্যংছড়ি থানায় জহির উদ্দিনকে জিজ্ঞাসা করা হচ্ছে । আর অপর ২ জনকে বান্দরবান আদালতে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন অভিযানে অংশ নেয়া এক পুলিশ কর্মকর্তা।

উল্লেখ্য, গত বুধবার (১০ জানুয়ারি) সকাল ৭টায় মিয়ানমার-নাইক্ষ্যংছড়ি সীমান্তের ৪৬ পিলারের নিকটবর্তী জারুলিয়াছড়িতে পুলিশের উপর হামলা করেছে দস্যুরা। এ সময় ১ জন এসআইসহ ৪ পুলিশ আহত হন। পরে হামলাকারীর বিরুদ্ধে পৃথক ঘটনায় ২টি মামলা করা হয়েছে।

Exit mobile version