parbattanews

নাইক্ষ্যংছড়িতে পুলিশের ধাওয়া খেয়ে মদ বোঝাই সিএনজি দূর্ঘটনা

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চোলাই মদ ভর্তি সিএনজি গাড়ি ধাওয়া খেয়ে দূর্ঘটনা ঘটেছে।

শুক্রবার (৯আগষ্ট) রাত সাড়ে ১০টার দিকে নাইক্ষ্যংছড়ি বিজিবি ২নং গেট এলাকায় এই দূর্ঘটনা ঘটে। তবে দূর্ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে নাইক্ষ্যংছড়ি ধুংরী হেডম্যান পাড়া থেকে গাড়ি যোগে মদ পাচারের খবর পেয়ে পেছন থেকে মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে পুলিশ।

কিন্তু দ্রুতগতির সিএনজি গাড়িটি বিজিবি ২গেট এলাকায় টার্নিং মোড় অতিক্রম করার সময় দূর্ঘটনার শিকার হয়। এসময় গাড়িতে থাকা এক নারীসহ মাদক পাচারকারীরা কৌশলে পালিয়ে যায়।

দূর্ঘটনায় গাড়ির সামনের অংশ ধুমড়ে মুছড়ে যায়। এবং গাড়িতে থাকা তিনটি বস্তা ভর্তি মদের মধ্যে এক বস্তা মদ রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে।

পরে পুলিশের এসআই জাফর আলম ও নুরুল আমিন ঘটনাস্থল থেকে মদ বোঝাই গাড়িসহ দুটি বস্তা ভর্তি মদ জব্দ করে থানায় নিয়ে যান।

এই বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার এসআই নুরুল আমিন বলেন- মাদক পাচারের খবর পেয়ে সিএনজি গাড়িটি ধাওয়া করা হয়। কিন্তু দ্রুতগতির গাড়িটি টার্নিং অতিক্রম করতে গেয়ে দূর্ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। গাড়ি ও মদ জব্দ করা হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Exit mobile version