parbattanews

নাইক্ষ্যংছড়িতে পেশাজীবিদের সাথে বিজিবির মতবিনিময়

বাইশারী প্রতিনিধি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, পরিবহন নেতা, কাঠ ব্যবসায়ী ও সাংবাদিক নেতৃবৃন্দের সাথে ৩১ বিজিবির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সদরের বিজিবি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সীমান্ত এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদকদ্রব্য চোরাচালান, অবৈধ কাঠ পাচার, জিরো পয়েন্টে চলাচলে সতর্কতা, পরিস্কার-পরিচ্ছন্নতা ও যত্রতত্র গাড়ি পার্কিং নিয়ে আলোচনা করেন নাইক্ষ্যংছড়ি ৩১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আনোয়ারুল আযীম।

এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, ৩১ ব্যাটালিয়ানের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন জোনাইদ হোসেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কামাল উদ্দিন, থানা পরিদর্শক আলমগীর শেখ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু আহমেদ, হাজ্বী এমএ ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ বশিরুল আলম, উপজেলা আওয়ামী লীগের সদস্য সচিব মো. ইমরান, সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান আবু মোহাম্মদ ইসমাইল নোমান, বিজিবি সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নুরুল বাশার, প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী, সাধারণ সম্পাদক আবুল বশর নয়ন, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল, জয়নাল আবেদীন টুক্কু, কাঠ ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আবু তাহের বাহাদুর, সাধারণ সম্পাদক ওসমান গনি, বাজার ব্যবসায়ী সমিতি নেতা ডা. ফরিদ সহ সিএনজি, টমটম ও বিভিন্ন পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ।

Exit mobile version