parbattanews

নাইক্ষ্যংছড়িতে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

বিশেষ প্রতিনিধি,কক্সবাজার:

নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে কাঠ চেরাই করাকে কেন্দ্র করে স’মিলের স্টাফ ও মালিকপক্ষের সাথে তর্কাতর্কির জের ধরে হামলার ঘটনায় ইমন বড়ুয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের চাকমাপাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইমন উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া লম্বাঘোনা গ্রামের মৃত ভবতোষ বড়ুয়ার ছেলে ইমন বড়ুয়া (৩৫)। ইমনের মা পুতুল রানী বড়ুয়া উখিয়ার রত্মাপালং ইউপির ৬নং ওয়ার্ডের একটানা ৬ বারের নির্বাচিত সদস্য।

স্থানীয়রা জানায়, ইমন গাছ চেরাই করতে ঘুমধুম ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান দীপক বড়ুয়ার মালিকানাধীন স’মিলে যায়। স’মিলে মিস্ত্রীর সাথে তুচ্ছ বিষয়ে তর্কাতর্কির এক পর্যায়ে স’মিল মালিকের ছোট ভাই সমীরণ বড়ুয়া দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে ইমনকে বেধড়ক পিটুনি দেয়।

এসময় গুরুতর আহত অবস্থায় ইমনকে প্রথমে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে আমিরাবাদ এলাকায় তার মৃত্যু হয়।

উল্লেখ্য, ২৫ বছর আগে ইমনের পিতা ভবতোষ বড়ুয়াকেও সন্ত্রাসীরা পিটিয়ে হত্যা করেছিল।

Exit mobile version