parbattanews

নাইক্ষ্যংছড়িতে বঙ্গবন্ধুর জম্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

Sisu Dibos17-03-17-2
নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় নানা আয়োজন ও উৎসবের মধ্যদিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৭ মার্চ শুক্রবার প্রতুষ্যে স্মৃতিসৌধে জাতির জনকের ম্যুরালে পুষ্প্যমাল্য অর্পণের মধ্য দিয়ে দিবসের সূচনা হয়।

শুরুতেই পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কামাল উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার এস,এম সরওয়ার কামাল, থানা অফিসার ইনচার্জ এএইচ তৌহিদ কবির।

এরপর একে একে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক আবু তাহের কোম্পানী, তসলিম ইকবাল চৌধুরী, সদস্য সচিব মো. ইমরান মেম্বার, উপজেলা যুবলীগ সভাপতি জসিম উদ্দিন, কৃষকলীগ সাধারণ সম্পাদ সাইফুদ্দিন মামুন শিমুল, মহিলালীগ সাধারণ সম্পাদক ওজিফা খাতুন রুবি, ছাত্রলীগ সভাপতি বদুর উল্লাহ, সাধারণ সম্পাদক উবাচিং মার্মাসহ বিভিন্ন সরকারি দপ্তরের পদস্থ কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করেন। পরে উম্মুক্ত মঞ্চে বিশালাকৃতির কেক কাটেন অতিথিবৃন্দ।

এদিকে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তন এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভা শেষে জাতীয় শিশু দিবস উপলক্ষে অনুষ্ঠিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, শিক্ষক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সরকারি কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে।

Exit mobile version