parbattanews

নাইক্ষ্যংছড়িতে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় বন্য হাতির আক্রমনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৩ এপ্রিল সকাল ১১.৩০ ঘটিকায় চেক বিতরণ করেছে বন বিভাগ । জানা যায়, ২০১১ সালের জুন মাসে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের মৃত কবির  আহমদের পুত্র সাবের আহমদ বন্য হাতির আক্রমনে মর্মান্তিকভাবে নিহত হন । দীর্ঘ ২ বছর পর বন বিভাগ কাগজ পত্র যাচাই বাছাই পূর্বক তার স্ত্রী লায়লা বেগমকে ১ লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করেন ।

এছাড়া ২০১৩ সালের মার্চ মাসে উপজেলার দূর্গম দৌছড়ি ইউনিয়নের বদিউল আলমকে বন্য হাতি আক্রমণ করলে ঘটনাস্থলে তার মর্মান্তিক মৃত্যু হয় । দীর্ঘ ১ বছর পর বন বিভাগ কাগজ পত্র যাচাইবাছাই পূর্বক নিহত বদিউল আলমের স্ত্রী বুলবুল আক্তারকে ১ লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করেন । নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার আহমেদ জামিল,লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ সাঈদ আলী ,নাইক্ষ্যংছড়ি রেঞ্জ কর্মকর্তা আবু বকর সিদ্দীক,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন,নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব সভাপতি নুরুল আলম সাঈদ, সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজ উল্লাহ, উপজেলা একটি বাড়ী একটি খামার প্রকল্পের সমন্বয়ক মো. মহিউদ্দিন,দৌছড়ি ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম,সদর ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য নুর হোসেন,নাইক্ষ্যংছড়ির রেঞ্জ সহকারী মো. সেলিম উদ্দিন,লামা বন বিভাগের হিসাব রক্ষক কাজী গোলাম সরওয়ার,আওয়ামীলীগ নেতা শাহাব উদ্দিন ও বন্য হাতির আক্রমনে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যবৃন্দ ।

এ সময় লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিপো) মোহাম্মদ সাঈদ আলী বলেন,বন্যহাতিকে রাগালে সে আক্রমন করবে । এছাড়া আগুন জ্বেলে হাতি তাড়ানোর প্রতি জোর দেন । তবে কোন ভাবে আগুনের ছেকা না দেওয়ার জন্য বলেন । এ ছাড়া ফটকা ফুটানোসহ হাতি তাড়ানোর নানা কৌশল নিয়ে উপস্থিত ব্যক্তিদের মাঝে আলোকপাত করেন ।

Exit mobile version