parbattanews

নাইক্ষ্যংছড়িতে বন্যহাতির আক্রমণে কৃষক নিহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়ের চাকঢালা কালুর কাটা গ্রামে বন্যহাতির আক্রমণে মনির আহাং (৩৫) নামের এক কৃষক নিহত হয়েছে। নিহত ব্যক্তি বেলায়েত আলীর পুত্র।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান প্রতিদিনের মতো, শুক্রবার মধ্যরাত ২টার দিকে বাড়ির পাশে ধানক্ষেত পাহারা দিতে গেলে হাতিরপাল এসে হঠাৎ তার উপর আক্রমণ চালায় ও শুড় দিয়ে আছাড় মারলে ঘটনাস্থলেই প্রাণ হারায়।

ঐ সময় নিহত মনির আহাং এর চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলেও তাকে রক্ষা করতে পারে নি। পরে স্থানীয়রা তাকে উদ্বার করে।

নিহতের বড় ভাই শামশুল আলম জানান, ধান পাহারা দিতে তার ভাই বন্যহাতির আক্রমণের শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

খবর পেয়ে সকালে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহত পরিবারের প্রতি সমবেদনা জানান। এছাড়া নিহত পরিবারের সদস্যদের আর্থিক সহযোগিতা ও শীতবস্ত্র প্রদান করেন।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন হাতির আক্রমণে নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এস আই রাজিবসহ একদল পুলিশ পাঠানে হয়েছে। লাশ সুরতহাল শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

Exit mobile version