parbattanews

নাইক্ষ্যংছড়িতে বন্য হাতির আক্রমনে ১ যুবক আহত

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের মধ্যম চাক পাড়ায় বন্য হাতির আক্রমনে এক উপজাতীয় যুবক গুরতর আহত হয়েছে। আহত ব্যক্তি স্থানীয় মংচাই চাকের পুত্র ছিং অং চাক(২৬)। সোমবার ভোর রাত ৪টার দিকে মধ্যম চাক পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজাতীয় যুবক ছিং অং চাকসহ এলাকার অনেক লোক প্রতিদিনের ন্যায় নিজ জমিতে বন্য হাতির আক্রমন থেকে রক্ষার জন্য ধান ক্ষেত পাহারা দিচ্ছিল। ভোর রাত ৪টার দিকে ১০/১২টি বন্য হাতির দল ধানক্ষেতে নেমে ধান খাওয়ার সময় উপজাতীয় লোকজন তাদের ধাওয়া করলে ১টি হাতি পিছন থেকে এসে তাকে আঘাত করে গুরতর আহত করে।

এ সময় ধান ক্ষেতে পাহারারত অন্যান্যরা তাকে উদ্ধার করে বাইশারী বাজারে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে অবস্থার অবনতি ঘটলে তাকে ডুলাহাজারা খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে প্রেরণ করা হযয়। আহত ছিং অং চাকের অবস্থা আশংকাজনক বলে তার পিতা মংচাই চাক জানান।

Exit mobile version