parbattanews

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে চোরাই কাঠসহ চাঁন্দের গাড়ী আটক

Bgb Kat atok-10-02-16

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি :

নাইক্ষ্যংছড়িতে চোরাচালান প্রতিরোধের অংশ হিসেবে চোরাই কাঠ আটক করেছে বিজিবি। বুধবার নিয়মিত অভিযানের অংশ হিসেবে নাইক্ষ্যংছড়ি সদরের নারিকেল বাগান এলাকা থেকে এসব কাঠ আটক করে।

৩১ বিজিবি সূত্র জানিয়েছে, নিজস্ব গোয়েন্দা সূত্রের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল হাবিলদার মোঃ সাইদুর রহমান এর নেতৃত্বে নারিকেল বাগান নামক স্থানে অভিযান চালায়। এ সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে একটি চাঁন্দের গাড়ী রাস্তায় ফেলে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে বিজিবি ওই স্থান থেকে প্রায় ৫৮ ঘনফুট চোরাই কাঠসহ চাঁদের গাড়িটি জব্দ করে। যার আনুমানিক মূল্য ১ লক্ষ ৭১ হাজার টাকা। আটককৃত কাঠ ও চাঁন্দের গাড়ী নাইক্ষ্যংছড়ি বন বিট অফিসে জমা করার হবে বলে বিজিবি জানায়।

অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন ৩১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল হাসান মোরশেদ চৌধুরী।

Exit mobile version