parbattanews

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

বান্দরবান নাইক্ষ্যংছড়িতে ৪১৫ পিস ইয়াবা ও ১৩ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১-বিজিবি)। শুক্রবার (১৩ জানুয়ারি) রাতে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার দোছড়ি গ্রামের কাটামোড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক কক্সবাজার জেলা রামু উপজেলার দৌছড়ি দক্ষিণকুল গ্রামের জায়ফুল মালেকের ছেলে মো. নুরুল আজিম (৫৫)।

১১ বিজিবির অধিনায়ক জোন কমান্ডার লে. কর্নেল রেজাউল করিম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়াও নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ব্যবসা ও চোরাচালানসহ যেকোন ধরনের অপরাধ কঠোর হস্তে দমন করা হবে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

যে সকল ব্যক্তিবর্গ মাদক ব্যবসা ও চোরাচালানি কার্যক্রমের সাথে সম্পৃক্ত সে যেই হোক চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

আটক মাদক ব্যবসায়ীকে রামু থানায় সোর্পদ করা হয়েছে এবং সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানা যায়।

Exit mobile version