parbattanews

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে চোরাই কাঠ আটক

unnamed 1

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:
নাইক্ষ্যংছড়িস্থ ৩১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ব্যাটালিয়নের নিয়ন্ত্রণাধীন ছাগলখাইয়া সিআইও ক্যাম্পের একটি টহল দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব চোরাই কাঠ আটক করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার বিকালে ছাগলখাইয়া ক্যাম্পের হাবিলদার মোঃ মকবুল হোসেন এর নেতৃত্বে চিকনছড়ি এলাকায় অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ৪০ঘনফুট অবৈধ গোল কাঠ আটক করতে সক্ষম হয়। যার বাজার মূল্য আনুমানিক ৬০ হাজার টাকা। পরে এসব কাঠ গিলাতলী বনবিট অফিসে জমা করে নিয়মিত মামলা দায়ের করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ ব্যাপারে ৩১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো: হাসান মোরশেদ অভিযানের সত্যতা স্বীকার করে বলেণ, মাদকদ্রব্য চোরাচালান এবং অবৈধভাবে কাঠ পাচার ও পরিবহন রোধ করার নিমিত্তে বিজিবির এ ধরণের কার্যক্রম ও তৎপরতা অব্যাহত থাকবে।

Exit mobile version