parbattanews

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে চোরাই কাঠসহ গাড়ি আটক

Kat atok-Bgb

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিজিবির নিয়মিত অভিযানের অংশ হিসেবে আবারো চোরাই কাঠ আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার বিকালে বিছামারা এলাকা থেকে কাঠ ভর্তি একটি চাঁদের গাড়ি আটক করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার বিকালে চাঁদের গাড়িযোগে ল-৯৭ চোরাই কাঠ পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবি ব্যাটালিয়ন সদরের হাবিলদার মো: সাইদুর রহমান এর নেতৃত্বে টহলদল অভিযান চালিয়ে বিছামারা এলাকা থেকে প্রায় ৪৭ ঘনফুট চোরাই কাঠ আটক করতে সক্ষম হয়। এসময় অবৈধ কাঠ পরিবহণের দায়ে একটি চাদেঁর গাড়িও আটক করে বিজিবি।

আটককৃত কাঠের আনুমানিক বাজার মূল্য ৩৭ হাজার টাকা। পরে আটককৃত কাঠ ও গাড়ির বিরদ্ধে মামলা নং ২৪/নাইক্ষ্যংছড়ি/২০১৫-২০১৬ মোতাবেক নাইক্ষ্যংছড়ি বনবিট অফিসে জমা করেছে বিজিবি।

অভিযানের সত্যতা স্বীকার করে নাইক্ষ্যংছড়ি ৩১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উপ-অধিনায়ক জানান, মাদকদ্রব্য চোরাচালান, অবৈধভাবে কাঠ পাচার ও পরিবহন রোধ এবং অন্যান্য যে কোন ধরণের অবৈধ পণ্য সামগ্রী পাচার রোধ করার নিমিত্তে বিজিবি’র কার্যক্রম ও তৎপরতা অব্যাহত আছে।

Exit mobile version