parbattanews

নাইক্ষ্যংছড়িতে বিজিবি ও বিজিপি’র মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিজিবি লোগো

নিজস্ব প্রতিনিধি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বিজিবি ও বিজিপি’র মধ্যে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১ টায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের জিরো পয়েন্ট সংলগ্ন ‘বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সেতু’ এর পাশে বাংলাদেশের অংশে রিজিয়ন কমান্ডার পর্যায়ে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয় বলে জানান বিজিবির কক্সবাজার ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার।

সকালে শুরু হওয়া এ সভাটি চলে দুপুর ২ টা পর্যন্ত। এতে বিজিবির চট্টগ্রাম দক্ষিণ পূর্ব রিজিয়িনের কমান্ডার ব্রিগ্রেডিয়ার জেনারেল মো. হাবিবুল করিম এর নেতৃত্বে বাংলাদেশের ১২ সদস্যের প্রতিনিধি দল এবং বিজিপির মংডু ১ নম্বর বর্ডার গার্ড পুলিশ কমান্ডিং অফিসের কমান্ডার ব্রিগ্রেডিয়ার জেনারেল মং মং খিন এর নেতৃত্বে ১৫ সদস্যের মিয়ানমার প্রতিনিধি দল অংশগ্রহণ করেন।

বিজিবি কর্মকর্তা লে. কর্ণেল ইমরান উল্লাহ সরকার বলেন, সৌজন্য সাক্ষাতকালে উভয় পক্ষের সীমান্তের নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। উভয় সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরস্পর সহযোগিতার আশ্বাস দিয়েছি। সভায় সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশ, ইয়াবাসহ মাদকদ্রব্য চোরাচালান বন্ধ, সীমান্তে নিয়মিত কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাত, যৌথ টহল, বন্ধুত্বমূলক খেলাধুলার আয়োজন করা এবং অন্যান্য দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করা হয়।

মিয়ানমারের ও বাংলাদেশের সীমান্ত এলাকায় সৃষ্ট যেকোন সমস্যা সমাধানে উভয় প্রতিনিধি দলের কমান্ডাররা বন্ধুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহণ করতে সম্মত হয়েছেন বলে জানান বিজিবি কর্মকর্তা লে. কর্নেল ইমরান।

Exit mobile version