parbattanews

নাইক্ষ্যংছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

Poribar Porikolpona-21-07-2016 copy

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:

‘কিশোরীদের জন্য বিনিয়োগ, আগামী প্রজম্মের সুরক্ষা’ এ প্রতিপাদ্য নিয়ে নাইক্ষ্যংছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস ২০১৬। এ উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আবু শাফায়াৎ মুহম্মদ শাহে দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কামাল উদ্দিন। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দ্বিতীয় ময় চাকমার স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা চৌধুরী, মেডিকেল অফিসার ডা. সালমান করিম খাঁন, উপজেলা আওয়ামী লীগ সদস্য সচিব মো. ইমরান মেম্বার, অধ্যাপক মিজানুর রহমান, তুমব্রু স্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ছুরত আলম, সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার মোল্লা সরওয়ারদ্দী রাতুল, প্যারামেডিক মাহমুদা আক্তার।

Exit mobile version