parbattanews

নাইক্ষ্যংছড়িতে ভিজিডি’র চাল বিতরণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ভিজিডি কার্ডধারী অসহায় দরিদ্র মানুষের মাঝে বিনামূলে চাউল বিতরণ করা হয়েছে। এ বছর সদর ইউনিয়নের ৭শ’ ৯০ উপকারভোগীদের মাঝে ভিজিডি কার্ড ও চাল বিতরণ করা হয়।

রবিবার (২৮ এপ্রিল) সকালে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভিজিডি কার্ড বিতরণ করেন ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী।

এসময় তিনি বলেন, ২৫ হাজার জনগণ অধ্যুষিত প্রতিবেশী ইউনিয়নে ভিজিডি ভোগীর সংখ্যা ১শ’ ৮০। আর নাইক্ষংছড়িতে ভিজিডি দেওয়া হচ্ছে ৭শ’ ৯০ জনকে। পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর এমপির আন্তরিকতার কারণে জনগণের মাঝে এই বিপুল সংখ্যক কার্ড বিতরণ সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, গ্রামের মানুষ শান্তি আর দু’বেলা দু’মুঠো ভাত খেতে চায়। আপনাদের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে এলাকার উন্নয়ন, দারিদ্র দূরিকরণ, মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠাসহ আইন-শৃঙ্খলার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যেতে চাই।

এসময় উপস্থিত ৫, ৬ ও ৭নং ওয়ার্ডের সর্বস্তরের নারী-পুরুষ হাত তুলে চেয়ারম্যানের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

৫নং ওয়ার্ডের ইউপি সদস্য ফয়েজ উল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে ৬নং ওয়ার্ড মেম্বার ফরিদুল আলম, বাদশা আলম, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোজাফ্ফর আহমদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Exit mobile version