parbattanews

নাইক্ষ্যংছড়িতে ভিটামিন “এপ্লাস’’ ক্যাম্পেইনের উদ্বোধন

বাইশারী প্রতিনিধি:

সারা দেশের ন্যায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায়ও ভিটামিন “এপ্লাস” ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৮টার সময় উপজেলার সদর ইউনিয়নের আমির হানজার পাড়া কমিউনিটি ক্লিনিকের নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিটামিন এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ, জেড সেলিম, উপজেলা হেলথ ইন্সপেক্টার পলব বড়ুয়া, সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, ইউপি মেম্বার ও আওয়ামী লীগ নেতা মো. ফয়েজ উল্লাহ প্রমুখ।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ.জেড. সেলিম বলেন, ৬ মাস থেকে ১বছর বয়সী মোট ১২৯৯ জন শিশু এবং ১ বছর থেকে ৫ বছর বয়সী মোট ৯৮৬৭ জন শিশুকে পুরা উপজেলায় ক্যাপসুল খাওয়ানো হবে।

তিনি আরও বলেন, পুরো উপজেলায় ৫টি ইউনিয়নে ৯৭টি কেন্দ্রে ১১ হাজার ১শত ৬৭ জন শিশু আজ  ভিটামিন এ ক্যাপসুল আওতায় আসবে।

Exit mobile version