parbattanews

নাইক্ষ্যংছড়িতে ভিয়েতনামী উন্নত জাতের নারিকেল চারা রোপন

Narikel chara-1 copy

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:

নারিকেল ও ডাবের চাহিদা পূরণে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ভিয়েতনামী উন্নত জাতের খাটো নারিকেল চারা রোপন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা সদরের বিছামারা এলাকায় হর্টিকালচার সেন্টারে আনুষ্ঠানিক ভাবে দুটি নারিকেল চারা রোপন করে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ কামাল উদ্দিন ও উপজেলা নির্বাহী অফিসার এসএম সরওয়ার কামাল।

এসময় আরও উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম তৌহিদ কবির, উপজেলা উদ্যান তত্ত্ববিদ এমরান কবির, উপজেলা আওয়ামী লীগ সদস্য সচিব মো. ইমরান মেম্বার, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপসহকারী উদ্যান তত্ত্ববিদ দুলাল সেন, হিসাব রক্ষক প্রলয় কান্তি দে, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবুল বশর নয়ন প্রমুখ।

হর্টিকালচার সেন্টারের উপজেলা উদ্যান তত্ত্ববিদ এমরান কবির জানান, ভিয়েতনামের আদলে নারিকেলভিত্তিক পরিবার বা সমাজ তৈরি করতে চায় সরকার। এ লক্ষ্যে নারিকেল চারা রোপন কর্মসূচি ও কৃষকদের মাঝে চারা বিতরণ করা হবে। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ কৃষকদের মাঝে নারিকেল চারা বিতরণ করেন।

Exit mobile version