parbattanews

নাইক্ষ্যংছড়িতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৩ উপলক্ষে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালায় অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ডিসেম্বর) দিনব্যাপী নাইক্ষ্যংছড়ি উপজেলা অফিসার নির্বাহী অফিসার মোহাম্মাদ জাকারিয়ার সভাপতিত্বে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট, আগারগাঁও ঢাকার আয়োজনে বান্দরবান জেলা নির্বাচন ও নাইক্ষ্যংছড়ি নির্বাচন অফিসারের বাস্তবায়নে নাইক্ষ্যংছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা আরমান ভূঁইয়া বলেন, উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪৪ হাজার ৫৩৭ জন। মোট ভোট কেন্দ্র ২৬ টি । প্রিজাইডিং অফিসার ২৬ জন, সহকারী প্রিজাইডিং ৯৫ জন, পোলিং অফিসার ১৯০ জন। মোট কেন্দ্রের কক্ষ সংখ্যা ৯৫ টি।

এ প্রশিক্ষণ কর্মশালায় দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বান্দবান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন বান্দবান জেলা নির্বাচন অফিসার এসএম শাহাদাত হোসেন, সহকারী পুলিশ সুপার মো. নুরুল আনোয়ার, সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল রায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর মান্নান, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল প্রমুখ।

Exit mobile version