parbattanews

নাইক্ষ্যংছড়িতে মূল্য তালিকা না থাকায় ২ দোকান মালিককে জরিমানা

বাইশারী প্রতিনিধি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও খাদ্যে ভেজাল রোধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

এসময় মূল্য তালিকা না থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ২টি দোকান মালিককে ৬ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন কচি।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলা রেস্টহাউজ এলাকার মুসাফির হোটেলের মালিক বাদশা মিয়াকে ৩ হাজার ও পর্যটক হোটেলের মালিক শহীদকে ৩ হাজার টাকা করে ২টি দোকান মালিককে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি জানান, ভোক্তা অধিকার আইনে তাদের জরিমানা করা হয়েছে। পণ্যের অস্বাভাবিক মূল্য ও খাদ্যে ভেজাল পেলেই কঠোর ব্যবস্থা নেয়া হবে। ভ্রাম্যমান আদালতের অভিযান চলমান থাকবে।

এসময় নাইক্ষ্যংছড়ি থানার এসআই জাফর ইকবাল, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মাঈনুদ্দিন খালেদ, সভাপতি শামীম ইকবাল চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল প্রমুখ উপস্থিত ছিলেন।

Exit mobile version