parbattanews

নাইক্ষ্যংছড়িতে মৃত গরুর মাংসসহ ৪ কসাই আটকের পর মুচলেকায় মুক্ত

বাইশারী প্রতিনিধি:

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে মৃত গরুর মাংসসহ ৪ কসাইকে আটকের পর মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ।

বুধবার (৩ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে তাদের আটক করে পুলিশ। বৃহস্পতিবার সকালে তাদের ছেড়ে দেয়া হয়।

বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক একেএম হাবিবুল ইসলাম বলেন, মাংস গুলো মৃত গরুর বলে কোন ধরনের প্রমান পাওয়া যায়নি। তাই আটক ব্যক্তিদের বাইশারী ইউনিয়নের ৫নং ওয়ার্ড ইউপি সদস্য নুরুল আজিমের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এছাড়া তাদের বিরুদ্ধে কেউ অভিযোগ দায়ের করেনি।

আটককৃতরা হলো- বাইশারী বাজার বিসমিল্লাহ হোটেলের মালিক আলাউদ্দিন, কসাই নুরুল হক প্রকাশ লেনসু, শাহ আলম ও আবু তাহের।

এদিকে এক সপ্তাহে পূর্বে বাছুর সহ গাভী জবাই করায় কসাই নুরুল ইসলামসহ অন্যান্যদের তলব করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি।

এসময় ভবিষ্যতে এ ধরণের কোন কর্মকাণ্ড করবে না বলে মুচলেকা নেয়া হয়।

ইউএনও সাদিয়া আফরিন কচি জানান, কসাইদের কাজের উপযুক্ত প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Exit mobile version