parbattanews

নাইক্ষ্যংছড়িতে যুবকের লাশ উদ্ধারের ঘটনায় মামলা

নিহত সাইফুল ইসলাম- ছবি পার্বত্যনিউজ

বান্দরবানে নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ির পাশ থেকে উদ্ধারকৃত লাশের ময়না তদন্তের পর একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে নিহতের বোন।

রবিবার (৫ মে) দুপুরে নাইক্ষ্যংছড়ি থানায় মামলাটি রুজু করা হয়। তবে মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি।

এদিকে রবিবার সকালে নিহত সাইফুলের মরদেহ বান্দরবান সদর হাসপাতালে ময়না তদন্ত শেষে লাশ বুঝে নিয়েছে তার পরিবার। মৃত্যুটি হত্যাকান্ড নাকি আত্মহত্যা তা নিয়ে এলাকাবাসী ও পুলিশের সন্দেহ রয়েছে। ফলে শনিবার (৪ মে) লাশ উদ্ধারের পর পুলিশ লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। পরে নিহতের বড় বোন ফাতেমা আক্তার বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।

এ প্রসঙ্গে নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, লাশ উদ্ধারের পর নিহতের বড় বোন বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন। তদন্তের স্বার্থে লাশের ময়না তদন্ত করা হয়। রিপোর্ট পেলে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, শনিবার (৪ মে) সকাল ১০টার দিকে নাইক্ষ্যংছড়ি সদরের আদর্শগ্রাম এলাকায় ভাড়া বাসার কিছু দূর থেকে সাইফুলের লাশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত লাশের শরীরের সামান্য ক্ষত চিহ্ন ছিল বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন।

স্থানীয়দের মতে, সাইফুল ও তার স্ত্রী হামিদা বেগমের মধ্যে পারিবারিক কলহ ছিল।

Exit mobile version