parbattanews

নাইক্ষ্যংছড়িতে লামা তথ্য অফিসের ওয়ারিয়েন্টেশন কর্মশালা

বাইশারী প্রতিনিধি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের জিওবি খাতের অধীনে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে লামা তথ্য অফিসের আয়োজনে নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি।

কর্মশালায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মংশৈপ্রু হেডম্যান, প্রেসক্লাব উপদেষ্টা মাইনউদ্দিন খালেদ, সভাপতি শামিম ইকবাল চৌধুরী, বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসরিন আক্তার, বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল বশর, হামিদিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসলিমা সুলতানা বুলি সহ জনপ্রতিনিধি, সূশিল সমাজ, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

Exit mobile version