parbattanews

নাইক্ষ্যংছড়িতে সরকারি পুকুর দখলের চেষ্টা ব্যর্থ

At-06.03

বাইশারী প্রতিনিধি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজার সংলগ্ন জেলা পরিষদের পুকুর দখলের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে স্থানীয় ব্যবসায়ীসহ বাজার কমিটি। রবিবার সকাল ১০ টায় পুকুরের পাশের জায়গার মালিক আব্দুর রহিমের পক্ষ হয়ে নারিচবুনিয়া পূনর্বাসন পাড়া গ্রামের বাসিন্দা শামশুল হকের পুত্র জালাল উদ্দিন (৩৫) সরকারি পুকুরের পাড় দখলে নিতে টিনের ঘেরা দেয়ার চেষ্টা করলে ব্যবসায়ীদের নজরে আসে বিষয়টি।

তাৎক্ষণিক বাজার কমিটিকে অবহিত করলে বাজার সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের নেতৃত্বে বাজার ব্যবসায়ীরা অবৈধ ভাবে পুকুরের পাড় দখল করা বন্ধ করে দেয়।

এ বিষয়ে জানতে চাইলে বাজার চৌধুরী মংয়ে চাক জানান, সরকারি পুকুর দখলের ঘটনাটি আমি শুনেছি এবং তা বন্ধ করার জন্য ইতিমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, দীর্ঘদিন পুকুরটি সংস্কার না হওয়ায় নোংরা-আবর্জনায়পূর্ণ হয়ে ব্যবহার অনুপযোগী হয়ে উঠেছে পুকুরের পানি। নজরদারীর অভাবে পানি নষ্ট হয়ে ব্যবহৃত পানির চরম সংকটের আশঙ্কা সৃষ্টি হয়েছে। সেই সাথে পুকুরে আবর্জনা মিশ্রিত পানির দুর্গন্ধে ভারী হয়ে উঠেছে চারপাশের পরিবেশ।

কর্তৃপক্ষের নজর না থাকায় প্রভাবশালী উক্ত ব্যক্তি সরকারি এই পুকুরটি দখলের চেষ্টা চালিয়েছেন বলে জানান ব্যবসায়ীরা।

Exit mobile version