parbattanews

নাইক্ষ্যংছড়িতে সরকারি ভাবে নির্মাণাধীন রাস্তা কর্তন ও উন্নয়ন কাজে বাধার অভিযোগ

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:

নাইক্ষ্যংছড়িতে সরকারি ভাবে নির্মাণাধীন ব্রিক সলিং রাস্তা কর্তন ও উন্নয়ন কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর গণস্বাক্ষর সম্বলিত লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয়রা।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, নাইক্ষ্যংছড়ি-চাকঢালা সড়ক থেকে বাগান ঘোনা যাওয়ার জন্য ১২ফুট প্রশস্ত ব্রিজ ও রাস্তা নির্মাণ কাজ প্রায় শেষ হয়েছে। কিন্তু গত ১০জুন ওই এলাকার ছৈয়দ নুর, শাহ আলম, জাহাঙ্গীর আলম, নূর হোসেন প্রভাব খাটিয়ে দা-কোদাল নিয়ে সরকারি ভাবে নির্মাণাধীন ব্রিক সলিং রাস্তার একপাশ কর্তন করে ফেলে। এ সংক্রান্ত অভিযোগ পেয়ে পুলিশ ও স্থানীয় চেয়ারম্যান সরেজমিন পরিদর্শণ করেছেন।

স্থানীয় বাসিন্দা ছৈয়দ আমিন, আজিজ, সিরাজুল ইসলাম, সেলিম, ফরিদ, ইউনুছসহ একাধিক বাসিন্দা জানান, রাস্তা কর্তন করার পরও প্রভাবশালী মহলটি তাদের বিভিন্ন প্রকার হুমকি ধমকি দিচ্ছে।

অপরদিকে অভিযুক্তদের মধ্যে জাহাঙ্গীর আলম জানান, পূর্ব শত্রুতার জের ধরে তাদের বিরুদ্ধে এ অভিযোগ আনা হচ্ছে। উত্থাপিত ঘটনা সত্য নয় বলে দারি করেন তিনি।

Exit mobile version