parbattanews

নাইক্ষ্যংছড়িতে সিএইচসিপিদের চাকুরী জাতীয়করনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন

বাইশারী প্রতিনিধি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি)দের সংগঠন অবস্থান কর্মসূচি পালন করেছে। কেন্দ্রীয় দাবি আদায় বাস্তবায়ন কমিটির উদ্যোগে চাকুরী জাতীয়করনের দাবিতে সারা দেশব্যাপী আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে রবিবার(২১ জানুয়ারি) সকাল ১০টার সময় নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।

এসময় সিএইচসিপি এসোসিয়েশন এর সভাপতি জহির উদ্দিনের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে জেলা এ্যাশোসিয়েশন সভাপতি মাসুদ খান, উপজেলা সাধারণ সম্পাদক তাতু বড়ুয়া, সহ সভাপতি আদুমং মারমা, অর্থ সম্পাদন চেনু চাক, সাংস্কৃতিক সম্পাদক মাহ্লামে মারমা, তথ্য ও যোগাযোগ সম্পাদক এহেসান উল্লাহ, থোয়াইমং চাক, জুনাইদুল আলম, আসেকা জাহান সুমিসহ সকল সিএইচসিপিরা উপস্থিত ছিলেন।

আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিদের চাকুরী জাতীয়করনের দাবি না মানলে লাগাতর অবস্থান ও আমরন অনশনের কর্মসূচি পালন করা হবে বলেও জানান সিএইচসিপিরা।

Exit mobile version