parbattanews

নাইক্ষ্যংছড়িতে ১১ লাখ টাকার কাঠ জব্দ

স্টাফ রিপোর্টার : 

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অবৈধ ভাবে পাচারের জন্য মজুদ করা বিভিন্ন প্রজাতির মূল্যবান কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শনিবার রাত ৮টার দিকে উপজেলার ফুলতলি এলাকা থেকে এসব কাঠ জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সূত্র জানায়, নাইক্ষ্যংছড়ির বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে কাঠ পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ৩১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের ফুলতলী বিওপি’র নায়েক সুবেদার মো. আলমগীর হোসনের নেতৃত্বে একটি দল শনিবার দুপুর থেকে রাত পর্যন্ত ফুলতলী এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় পাচারের জন্য মজুদ করা ৭৩২ ঘনফুট কাঠ জব্দ করা হয়।

ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সফিকুর রহমান বলেন, সীমান্ত এলাকায় চোরা কারবার এবং চোরা চালান প্রতিরোধে ৩১ বর্ডার গার্ড সদা সচেষ্ট।

লামা বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ সাঈদ আলী কাঠ আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটক কাঠের আনুমানিক বাজার মূল্য ১১ লাখ টাকা।

Exit mobile version