parbattanews

নাইক্ষ্যংছড়িতে ১২টি স্থল মাইন উদ্ধার

10904375_805285919541927_1897693744_n

স্টাফ রিপোর্টার :

বান্দরবানের নাইক্ষংছড়িতে কাঠুরিয়ারা স্থল মাইন উদ্ধার করেছে। দোছড়ি ইউনিয়নের লেমুঝিড়ি সীমান্তে ৪৯নং পিলার থেকে ১২টি স্থল মাইন উদ্ধার করে বিজিবিকে হস্তান্তর করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে কয়েকজন কাঠুরিয়া সীমান্তে কাঠ সংগ্রহ করতে গেলে তারা ৪৯নং পিলার এলাকায় অবিস্ফোরিত ১২টি স্থল মাইন দেখতে পান। তারা মাইনের তার খুলে লেমুঝিড়ি বিজিবি ক্যাম্পে হস্তান্তর করে।

লেমুঝিড়ি ক্যাম্প কমান্ডার সুবেদার নুরুল ইসলাম জানান, এ মাইনগুলো মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী পুতে রেখেছে। ক্যাম্পের পাশের মাঠে পুলিশ প্রহরায় মাইনগুলো রাখা হয়েছে। সেনাবাহিনীর বিস্ফোরক দল এলে এগুলোর ব্যবস্থা নেয়া হবে।

Exit mobile version