parbattanews

নাইক্ষ্যংছড়িতে ৪৬ হাজার ৫শ ইয়াবা সহ আটক ৫

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পুলিশের ধারাবাহিক অভিযানে এক রোহিঙ্গা নাগরিক সহ ৫ ইয়াবা কারবারীকে আটক করেছে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ। সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১১টার সদর ইউনিয়নের দক্ষিন সালামী পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ কোটি ৩৯ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৪৬ হাজার ৫শ ইয়াবা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলো- কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ৪নং ক্যাম্পের ৮/ডি-ব্লকের হেড মাঝি মো. আলী মিয়ার অধিনন্থ মৃত গোলাপ হোসেনের পুত্র ছাবের আহাম্মদ (৫৫), নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড দক্ষিণ ছালামীপাড়ার মৃত মৌলভী জাকির হোসেনের পুত্র মো. সৈয়দ উল্লাহ (৫০), একই ইউনিয়নের চাকঢালা ৬নং ওয়ার্ড চেরারমাঠ এলাকার মৃত মকবুল আহাম্মদের পুত্র ছৈয়দ আলম (৪০), একই এলাকার মৃত আলী আহাম্মদের পুত্র মো. আবুল কাশেম (৩৫) এবং কক্সবাজার জেলার রামুর গর্জনিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড থিমছড়ি এলাকার মৃত আমীর হামজা ওরফে মিয়াজির পুত্র মো. ইব্রাহিম খলিল (৩২)।

পুলিশ জানায়, আটককৃত ৫ ব্যক্তিই মাদক ব্যবসায়ী সিন্ডিকেট। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে উপজেলা সীমান্তের নাইক্ষ্যংছড়ি-চাকঢালা সড়কের ছালমীপাড়াস্থ কালভার্ট ব্রিজের উপর চাকঢালগামী সিএনজি গাড়ি থামিয়ে তল্লাশি চালিয়ে ৫ মাদককারবারিকে আটক করা হয়। এ সময় ৪৬ হাজার ৫শ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক ১ কোটি ৩৯ লাখ ৫০ হাজার টাকা বাজার মূল্য বলে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ সুত্র জানায়।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু হয়েছে এবং মঙ্গলবার সকালে তাদেরকে বান্দরবান জেলা আদালতে পাঠানো হয়েছে।

Exit mobile version