parbattanews

নাইক্ষ্যংছড়িতে ৪ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি

নিজস্ব প্রতিনিধি, বান্দরবান ও বাইশারী:

নাইক্ষ্যংছড়ি ১১ ব্যাটালিয়ন বিজিবির অভিযানে ৪ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার ভোর রাতে  নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী পার্শ্ববর্তী রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের হাজিরপাড়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অধিনায়ক লে. কর্নেল আসাদুজ্জামানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানের খবর টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধার করা ইয়াবার আনুমানিক মুল্য ১৩ কোটি ২০ লাখ টাকা হবে বলে ধারণা করেছে বিজিবির সদস্যরা।

এবিষয়ে ১১বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আসাদুজ্জামান বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান, কাঠ পাচার, অবৈধ অস্ত্র বিক্রয় প্রভৃতি অনিয়মের বিরুদ্ধে বিজিবি তৎপর রয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Exit mobile version