parbattanews

নাইক্ষ্যংছড়িতে ৬৬ লক্ষ টাকার সেগুন কাঠ উদ্ধার

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:

পার্বত্য নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের অবৈধ কাঠের ডিপো থেকে ৬৬ লাখ ২৩ হাজার টাকার সেগুন কাঠ উদ্ধার করেছে ৩১ বিজিবি। রবিবার (২৬ নভেম্বর) সকাল থেকে টানা ৬ ঘন্টার অধিক সময় ধরে অভিযান চালিয়ে এসব কাঠ উদ্ধার করে বিজিবি।

বিজিবি সূত্র  আরো জানায়, বিজিবি কর্তৃপক্ষ গোপন সূত্রে খবর পায় নাইক্ষ্যংছড়ি সদরের কয়েকটি ডিপো এলাকায় অনেক অবৈধ কাঠ স্তুপ করে পাচারের জন্যে তোড়জোড় শুরু করেছে কাঠ ব্যবসায়ীরা।

এর আগেও এ সব কাঠ পাচারকারী অনুরূপভাবে অবৈধভাবে কাঠ পাচার করে আসে নিয়মিত। যাতে করে সরকার ও এলাকার চরম ক্ষতি হচ্ছে দিনদিন। এমতাবস্থায় ৩১ বিজিবি অভিযান শুরু করে এ অবৈধ কাঠ আটকের। অবশেষে ফল আসে এ অভিযানে। অভিযানে নেতৃত্ব দেন ৩১ বিজিবির নায়েব সুবেদার খুরশেদ আলম।

অভিযানের নেতৃত্বদানকারী এ র্কমকর্তা পার্বত্যনিউজকে জানান, প্রায় সাড়ে ১২ ঘনফুট সেগুনকাঠ উদ্ধার করা হয় এলাকার দু’স্থান থেকে। একটি হলো এলাকার বিছামারা আর অপরটি হলো পুরাতন স্টেশন এলাকা। উদ্ধারকৃত এ কাঠের অনুমানিক মূল্য ৬৬ লাখ টাকা। তিনি আরো জানান, এ ধরনের অভিযান চলতে থাকবে। কাঠ পাচারকারীরা পার পাবে না।

Exit mobile version