parbattanews

নাইক্ষ্যংছড়িতে ৮০৬ পিস ইয়াবাসহ পাচারকারী আটক

Tablit
মো.আবুল বাশার নয়ন, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:
নাইক্ষ্যংছড়িতে ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার ১৬ জানুয়ারী দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ এর নির্দেশনায় এসআই আজম খান ও এএসআই মতিউল ইসলাম এর নেতৃত্বে পুলিশ ফরিদ আলম (২২) নামে ঐ পাচারকারীর দেহ তল্লাসী করে ৮০৬ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। সে সদর ইউনিয়নের চেরারমাঠ এলাকার আলী আহামদের ছেলে। আটকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য পায় দুই লক্ষ টাকা।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবুল খায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর এলাকা থেকে ফরিদ আলমকে ইয়াবাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হবে। এছাড়া তথ্যের ভিত্তিতে ইয়াবা পাচারের সাথে জড়িতদের বিষয়ে অভিযান অব্যাহাত আছে বলে তিনি জানান।

উল্লেখ্য, নাইক্ষ্যংছড়ি সীমান্তের সুবিধাজনক এলাকা দিয়ে দীঘদিন যাবত মিয়ানমার থেকে ইবাবা পাচার হয়ে আসছে। ইতিপূর্বে সরকারের উচ্চ মহালে প্রেরিত ইয়াবা পাচারকারীদের কাছ থেকে নাইক্ষ্যংছড়ির বিভিন্ন স্পট থেকে ৬-৭টি চালানসহ পাচারকারীকে আটক করে বিজিবি-পুলিশ। বর্তমানে টেকনাফের পরিবর্তে এ উপজেলায় ইয়াবা পাচার বৃদ্ধি হওয়ায় পাচারকারীদের আটকে সীমান্ত রক্ষী বাহিনী ও পুলিশ বেশ তৎপর হয়ে উঠেছে। পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থাও গোপনে ইয়াবা পাচারকারীদের তালিকা সংগ্রহ করে চলছে।

Exit mobile version