parbattanews

নাইক্ষ্যংছড়ির আশারতলী সীমান্তে ঢুকে ১৩টি গরু নিয়ে গেছে রোহিঙ্গারা

1463119692539
নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি :

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের আশারতলী সীমান্তে ঢুকে ১৩টি গরু নিয়ে গেছে রোহিঙ্গারা।

বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে দু’দেশের সীমান্ত পিলার ৪৫-৪৬ নিকটবর্তী নুরুল আলম কোম্পানির সেগুন বাগান এলাকা থেকে এসব গরু নিয়ে যায় রোহিঙ্গারা।

জানা গেছে, জামছড়ি গ্রামের জনৈক ধলাইয়া, আবুল কালাম, জুবাইর দীর্ঘদিন ধরে মিয়ানমারের ওপার থেকে গরু চুরি করে এনে বিক্রি করছিল। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার বিকালে মিয়ানমারের ক্ষতিগ্রস্থ কয়েকজন লোক বাংলাদেশের আশারতলী এলাকায় ঢুকে ছোট বড় ১৩টি গরু চুরি করে নিয়ে যায়।

তবে আশারতলী গ্রামের মৃত ছৈয়দ আলমের স্ত্রী রশিদা বেগম জানান- ১৩টি গরু তার গৃহপালিত। তার অগোচরে মিয়ানমারের রোহিঙ্গারা এসে গরুগুলো নিয়ে যায়। তাঁর ছেলে গরু চুরি করার সাথে জড়িত নয় বলে তিনি দাবী করেন।

এদিকে গরু চুরির বিষয়টি তাৎক্ষণিক আশারতলী বিজিবি ক্যাম্প কমান্ডার মনোয়ার মুন্সির কাছে অবহিত করেছেন স্থানীয়রা।

Exit mobile version