parbattanews

নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে ইয়াবাসহ রোহিঙ্গা মহিলা আটক : সিএনজি জব্দ

images

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি :

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী ঘুমধুম ইউনিয়নে বিজিবি অভিযান চালিয়ে একটি সিএনজি গাড়ী, ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গা মহিলাকে আটক করেছে বিজিবি। বিজিবি সূত্রে জানা যায়, ববিবার বিকাল ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল খন্দকার সাইফুল আলম এর সার্বিক দিক নির্দেশনায় ঘুনধুম বিওপি’র বিওপি কমান্ডার সুবেদার মোঃ শাহাবদ্দিন এর নেতৃত্বে বালুখালী এলাকার কাস্টম কুলাল পাড়া নামক স্থানে অভিযান চালিয়ে মায়ানমারের মংন্ডু জেলার ডেকুবুনিয়া থানার তুমরু এলাকার মৃত নজির আহমদের স্ত্রী মোছাঃ সুপায়রা বেগম (৩০)কে ১৯৫০টি ইয়াবা ট্যাবলেটসহ হাতে নাতে আটক করে। আটককৃত আসামীকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে, যার মামলা নম্বর-২৮ (তাং২৭।০৭। ২০১৪ইং )।

উখিয়া থানা সূত্রে জানা যায়, আটককৃত ইয়াবা ট্যাবলেট ও সিএনজি’র মূল্য ১২ লক্ষ ৪৫ হাজার  টাকা।
অপর দিকে বালুখালী বিওপি’র বিওপি কমান্ডার নায়েব সুবেদার খন্দকার জহিরুল ইসলাম এর নেতৃত্বে একইদিন সন্ধ্যা ৬ টায় থাইংখালী হাই স্কুলের  পশ্চিম পার্শ্বে রাস্তার উপর সিএনজি তল্লাশি করে ৯৮৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ সিএনজি গাড়ী জব্দ করে। আটককৃত সিএনজি  উখিয়া  থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও  মরিচ্যা যৌথ চেক পোস্টে’র পোষ্ট কমান্ডার সুবেদার ফজলুল হক নেতৃত্বে শনিবার বিকাল ৪ টায় পালংখালী রাস্তার উপর যাত্রীবাহী বাস তল্লাশি করে ২১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। আসামীবিহীন ইয়াবা ট্যাবলেট স্থানীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে পর্ষদের মাধ্যমে ধ্বংস করা হবে।

১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল খন্দকার সাইফুল আলম বলেন, ১৭ বিজিবি কক্সবাজার সীমান্ত রক্ষা এবং দেশের চোরাচালানী প্রতিরোধ অভিযানের পাশাপাশি দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। সেই সাথে ইয়াবার মত মারাত্মক মাদকের করাল গ্রাস হতে দেশের যুব সমাজকে রক্ষা করছে।

উল্লেখ্য, স্থানীয় সকল পর্যায়ের জনগণের সহযোগিতায় মাধ্যমে বর্ণিত সাফল্য দিন দিন আরো বৃদ্ধি করা যাবে বলে ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক মনে করেন।

Exit mobile version