parbattanews

নাইক্ষ্যংছড়ির তুমব্রুতে ৬ রোহিঙ্গা দালাল আটক

আটক

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:

নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশে সহায়তাকারী ৬ দালালকে আটক করেছে ৩৪ বিজিবি। শনিবার রাত ৭টার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, টেকনাফ কেরনতলী এলাকার নুরুল কবিরের ছেলে আজিজুল হক (২২), গোদারবিল গ্রামের মো. সিরাজের পুত্র রিয়াজ (৪৫), নুরুল হকের ছেলে মো. নাছির (৩২), ফিরোজ উদ্দিনের ছেলে ওয়াজ উদ্দিন (২২), শাহপরীরদ্বীপ এলাকার মৃত হোসেনের ছেলে রহমত উল্লাহ (৫০) ও আবদুল গফুরের ছেলে মো. হোসেন (৩৫)।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আটকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিয়ানমার থেকে রোহিঙ্গা নাগরিকদের অনুপ্রবেশ করাতো বলে স্বীকার করেছে।

রোববার সকালে আটকৃতদের নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করেছে (মামলা নং-৩)। অভিযানে নেতৃত্ব দেন কক্সবাজার ৩৪ বিজিবি নিয়ন্ত্রিত তুমব্রু বিওপি কমান্ডার নায়েব সুবেদার অহিত।

Exit mobile version