নাইক্ষ্যংছড়ির বিজিবি ব্যাটালিয়ান ও উপবন পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি

Naikhongchari Sodok13

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:

নাইক্ষ্যংছড়িস্থ বাংলাদেশ বর্ডার গার্ডের ৩১ ব্যটালিয়ান এবং উপবন পর্যটন এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও চট্টগ্রাম এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো: সফিকুর রহমান, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি।

রবিবার বেলা পৌনে ১২টায় চট্টগ্রাম থেকে হেলিকপ্টার যোগে রওনা হয়ে তিনি দুপুর ২টায় নাইক্ষ্যংছড়িতে পৌছে নয়নাভিরাম উপবন পর্যটন কেন্দ্রের ঝুলন্ত সেতু পরিদর্শন করেন। পরে তিনি ৩১ বিজিবি জোন সদরে কিছুক্ষণ অবস্থান করে বিকাল ৪টায় নাইক্ষ্যংছড়ি ত্যাগ করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজিবির চট্টগ্রাম রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল হাবিবুল করিম পিএসসি, বান্দরবান ৬৯ পদাতিক ব্রিগ্রেডের কমান্ডার ব্রিগ্রেডিয়ার জেনারেল নকিব আহমেদ, পিএসসি, কক্সবাজার সেক্টর কমান্ডার কর্ণেল আনিসুর রহমান, ৩১ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল হাসান মোরশেদ, পিএসসি, জি প্লাস, উপ অধিনায়ক মেজর শাহিন আক্তারসহ বিভিন্ন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন