parbattanews

নাইক্ষ্যংছড়ির বাইশফাঁড়ী থেকে ১২ লাখ টাকা মূল্যের বার্মিজ মালামাল জব্দ

প্রেস বিজ্ঞপ্তি:

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ৩নং ঘুমধুম ইউপি’র বাইশফাঁড়ী দক্ষিণপাড়া নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে মালিক বিহীন পরিত্যক্ত অবস্থায় প্রায় ১২ লাথ টাকা মূল্যের মালামাল জব্দ করেছে বিজিবি।

শনিবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌণে ১১ টায় বার্মিজ মালামালগুলো উদ্ধার করে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর বাইশফাঁড়ী বিওপি’র সদস্যরা।

রবিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কক্সবাজার ব্যাটালিয়ন (বিজিবি-৩৪) থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর বাইশফাঁড়ী বিওপি’র সদস্যগণ গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ৩নং ঘুমধুম ইউপি’র বাইশফাঁড়ী দক্ষিণপাড়া নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে মালিক বিহীন পরিত্যক্ত অবস্থায় ২ লাখ ৫ হাজার ৫শ’ টাকা মূল্যের ২ হাজার ৯শ’ ৩০ প্যাকেট বার্মিজ সিগারেট, ৭ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৯০ কেজি বার্মিজ কারেন্ট জাল এবং ২ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের ৯শ’ ৮০ প্যাকেট বার্মিজ পাতার বিড়ি জব্দ করে। জব্দকৃত মালামালের মোট মূল্য ১১ লাখ ৭০ হাজার ১শ’ টাকা।

Exit mobile version