parbattanews

নাইক্ষ্যংছড়ির মহিউচ্ছুন্নাহ দাখিল মাদরাসায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, বই বিতরণ, কম্পিউটার উদ্বোধন

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:

নাইক্ষ্যংছড়ির সীমান্তবর্তী চাকঢালা মহিউচ্ছুন্নাহ দাখিল মাদরাসায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, বই বিতরণ, কম্পিউটার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সদ্য বিদায়ী বান্দরবান জেলা প্রশাসক কেএম তারিকুল ইসলামের প্রদত্ত কম্পিউটার সামগ্রী উদ্বোধনের অংশ হিসেবে এ অনুষ্ঠান মালার আয়োজন করা হয়।

মঙ্গলবার (৬জানুয়ারী) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফাইল আহামদ বলেন, প্রত্যেক শিক্ষার্থীকে সম্ভাবনার চিন্তা মাথায় রেখে সাহস নিয়ে এগিয়ে যেতে হবে। মস্তিষ্ক ব্যবহার করে আজ মানুষ গ্রহ নক্ষত্র পাড়ি দিচ্ছে। তেমনিভাবে মেধাকে কাজে লাগিয়ে সকল সম্ভাবনা পথ এগিয়ে আগামীতে আরো ভাল ফলাফল অর্জনের পাশাপাশি সরকারের ভিশন বাস্তবায়নে অবদান রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

উদ্বোধক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু শাফায়ত মুহম্মদ শাহেদুল ইসলাম বলেন, বর্তমান সরকার ক্ষমতায় কালের সময়ে দেশে শিক্ষার উন্নয়নে বিকাশ ঘটেছে ও শিক্ষিত জাতি হিসাবে গড়ে তোলার চেষ্টা করছে সরকার।

আলোচনা সভায় সভাপত্বি করেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ডা: সিরাজুল হক। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা চৌধুরী।

অন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) খন্দকার মো: ফিজানুর রহমান, ৫০ বিজিবির অধীন চাকঢালা বিওপি কমান্ডার হাসেম, মাদরাসা শিক্ষক মৌলানা ইউনুছ, সদর ইউপির মহিলা ইউপি সদস্য ফাতেমা বেগম, মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মৌলানা আবু বক্কর, যুবনেতা নুরুল আমিন। এছাড়াও অন্যদের মাঝে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য ফরিদ আলম প্রমুখ।

আলোচনা শেষে কৃতি শিক্ষার্থীদের একাডেমিক পুরস্কার বিতরণ করা হয়। এই অনুষ্ঠান সঞ্চালন করেন উপজেলা মৎস্য অফিস সহায়ক রশিদ আহামদ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Exit mobile version